বাদলপাড়ায় আজ থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী তাফসির মাহফিল

প্রকাশের তারিখ: নভেম্বর ২২, ২০২২ | ১২:১৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: বাকেরগঞ্জের পূর্ব বাদলপাড়ায় বার্ষিক ইছালে সওয়াব তাফসির মাহফিল শুরু হচ্ছে আজ মঙ্গলবার। আগামীকাল বুধবার এবং সমাপনি দিবসের মাহফিল হবে বৃহস্পতিবার ২৪ নভেম্বর।  ঐতিহ্যবাহী পূর্ব বাদলপাড়া দাখিল মাদরাসা মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হবে।
এ বছর তাফসির মাহফিলে প্রধান অতিথি থাকছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, ইসলামী সঙ্গীত শিল্পি ও মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব হাফেজ মাওলানা মহিউদ্দিন সাঈফি (বাউফলের হুজুর)।
তিনদিন ব্যাপী তাফসির করবেন গৌরনদী পশ্চিম শাওড়া সিনিয়র মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ, মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা আব্দুল জলিল। এ ছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামগন ওয়াজ নসিহত করিবেন।
প্রতিদিন মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত তাফসির চলবে। সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে তিনদিন তাফসির মাহফিলে অংশ গ্রহণ করে দোজাহানের কামিয়াবি হাসিলের আহ্বান জানানো হয়েছে।
মাহফিল এন্তেজামিয়া কমিটির অন্যতম সদস্য মোঃ হারুন অর রশিদ বলেন, প্রতি বছরের ন্যায় এবারের মাহফিলেও সহস্রাধিক মানুষ অংশ নিবে আশাকরি। এলাকার ময়মুরব্বিদের রূহের মাগফিরাতের জন্য আমরা এলাকাবাসী এই ইছালে সওয়াব মাহফিলের আয়োজন করেছি। মাহফিলে অংশ গ্রহণকারী সকলের জন্য তবারকের ব্যবস্থাও থাকবে ইনশাআল্লাহ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host