ভোলায় গ্যাস সিলিন্ডারের আগুনে বসতঘর পুড়ে ছাই

প্রকাশের তারিখ: নভেম্বর ২২, ২০২২ | ৮:৩৪ অপরাহ্ণ

ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি–

ভোলার দৌলতখানে গ্যাস সিলিন্ডারের আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় দৌলতখান পৌরসভার ৬নং ওয়ার্ডের সুবদেব কলনীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও  স্থানীয় সূত্র  জানায়, পৌরসভার ৬ নং ওয়ার্ডের কমল চন্দ্র ঘোষের রান্না ঘরে গ্যাস সিলিন্ডার  থেকে আগুনের  সূত্রপাত  হয়। পরে আগুন সমস্ত ঘরে  ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

তবে আগুন নিয়ন্ত্রণের আগেই সম্পূর্ণ বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে নগদ ১ লাখ টাকাসহ ঘরের মূল্যবান জিনিস পুড়ে যায়। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবী করেন গৃহকর্তা  কমল চন্দ্র ঘোষ।

এসব তথ্য নিশ্চিত করে দৌলতখান ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদাৎ হোসেন  বলেন, রান্না ঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে  কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host