বাকেরগঞ্জ থানা পুলিশের আয়োজনে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: নভেম্বর ২৩, ২০২২ | ৫:৫৮ অপরাহ্ণ

বাকেরগঞ্জ প্রতিনিধি- বাকেরগঞ্জে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) বিকেল ৩ টায় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠে বাকেরগঞ্জ থানা আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন পিপিএম’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রফিকুল হক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ড, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক কে এস মহিউদ্দিন মানিক বীর প্রতিক, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্ন, মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান ডাকুয়া, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস শিবু, ভরপাশা ইউপি চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া প্রমূখ।
সমাবেশে রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান উপস্থিত সকলকে তার নিজের ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার দিয়ে মাদকের বিরুদ্ধে তথ্য দেয়ার জন্য আহবান জানান এবং তথ্য সঠিক হলে তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host