গাবতলীতে অস্ত্রসহ আসামী নয়ন আবারো আটক

প্রকাশের তারিখ: জুলাই ৬, ২০২০ | ৭:০৮ অপরাহ্ণ

মুহাম্মাদ আবু মুসা
বগুড়ার গাবতলীতে অস্ত্র, দস্যুতা, ছিনতাইসহ প্রায় ডজনখানেক মামলার আসামী নাহিদুজ্জামান নয়ন (৩০) কে গতকাল সোমবার বেলা পৌনে ৩টায় স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নয়ন উপজেলার মহিষাবান ইউনিয়নের মড়িয়া কবিরাজ বাড়ী গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান নয়নকে গ্রেফতার করার বিষয় নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে অস্ত্র, দস্যুতা, চাঁদাবাজি, ছিনতাই, মাদকসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে। ওসি নুরুজ্জামান আরো জানান, এর আগে পুলিশ তাকে গ্রেফতার করার পর দীর্ঘ দিন জেল হাজতে ছিল। জামিনে মুক্ত হয়ে চাঁদাবাজি, ছিনতাইসহ এলাকায় আবারো নানা ধরনের অপরাধ শুরু করে। ফলে এলাকার লোকজন তার বিরুদ্ধে ফুসে উঠে। গতকাল ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়ন পালিয়ে যায়। পরে এলাকাবাসির সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় নয়ন জনতার হাতে মারপিটের শিকারও হয়। ফলে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছেন। গতকাল বিকেল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নয়নকে থানায় আনা হয়নি। নয়ন এর পক্ষ থেকে বলা হয়েছে, ওই এলাকার ২/৩জন বালু ও মাটি ব্যবসায়ী নয়ন এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। এই ষড়যন্ত্রের কারনে নয়নকে এলাকায় থাকতে দেয়া হয় না।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host