বাবুগঞ্জে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন

প্রকাশের তারিখ: নভেম্বর ২৩, ২০২২ | ১১:৩৪ অপরাহ্ণ

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলা দেহেরগতি ইউনিয়ন এর ইদিলকাঠী নুর রোটারী অরফানেজ এন্ড এডুকেশন সেন্টার মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। ২২ নভেম্বর মঙ্গলবার বিকেলে আসর নামাজের পরে লন্ডন প্রবাসী ডাঃ মোহাম্মদ আবদুল আউয়াল মাদ্রাসার নবনির্মিত
ভবনের উদ্বোধন করেন।
জানা গেছে, দেহেরগতি ইউনিয়ন এর ইদিলকাঠী মৃর্ধা বাড়ির ছেলে লন্ডন প্রবাসী ডাঃ মোহাম্মদ আবদুল আউয়াল এর ভাই ইদিলকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃত্যু আবুল কালাম আজাদ ২০২১ সালে নুরানি মাদ্রাসা দিয়ে চালু করেছে। আবুল কালাম আজাদ এর মৃত্যুর পরে তার বড় ভাই লন্ডন প্রবাসী ডাঃ মোহাম্মদ আবদুল আউয়াল মাদ্রাসা পরিচালোনার দ্বায়িত্ব নেন এবং মাদ্রাসার যাবতীয় খরচ বহন করেন। মাদ্রাসা প্রাগনে বর্তমানে হাফিজি,নুরানি, এতিমখানা ও তিনতলা বিশিষ্ট মসজিদ চালু রয়েছে।
মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করার সময় লন্ডন প্রবাসী ডাঃ মোহাম্মদ আবদুল আউয়াল বলেন
সুদূর লন্ডনে গিয়েও তিনি ভুলে যাননি এলাকার মানুষকে। নিজের পরিশ্রমের কিছু অর্থ এই মাদ্রাসার উন্নয়নে দান করে আমি খুশি। সমাজের উন্নয়ন করতে হলে সকলের সহযোগীতা করতে হবে। এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভবিষ্যতে আপ্রান চেষ্টা করব।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার ছেলে লন্ডন প্রবাসী ডাঃ রিসাদ আউয়াল,সমাজ সেবক মোঃ হাসান মাহমুদ বরকত, হাফেজ মাও:মো:সাখাওয়াত হোসেন,
সামিম হোসেন, জামাল মৃধা,সানাউল্লাহ মাহমুদ, শাহীন বিশ্বাস, রাকিব কবিরাজ প্রমুখ।
মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন এর পূর্বে তিনি ইদিলকাঠী গ্রামের যুবসমাজের সকলকে নিয়ে এক বনভোজন এর আয়োজন করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host