বরিশালে বাসদের লাল পতাকা মিছিল !

প্রকাশের তারিখ: নভেম্বর ২৪, ২০২২ | ৪:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার—

বরিশালে বাসদের ৪২তম ও মহান নভেম্বর বিপ্লবের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  জনসভা অনুষ্ঠিত হয়েছে। বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ।

বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য দুলাল মল্লিক, জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সংগঠক মাফিয়া বেগম, ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সংগঠক শহিদুল ইসলাম, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক কর্মচারী নেতা রফিকুল ইসলাম, বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সংগঠক শাহীন শরীফসহ অন্যান্যরা।

জনসভায় কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার একদিকে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গনতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে।

অন্যদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মাধ্যমে জনগণের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি করেছে। গনতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার সংগ্রাম এবং শ্রমিক-কৃষকের অধিকার প্রতিষ্ঠায় বাসদ ও বাম গণতান্ত্রিক জোটের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।  জনসভা শেষে একই দাবিতে বাসদের একটি লাল পতাকা বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host