কুয়াকাটা সৈকতের তীরে ভেসে এল উজ্জ্বল প্যারাবন সাপ

প্রকাশের তারিখ: নভেম্বর ২৪, ২০২২ | ৫:০৪ অপরাহ্ণ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে মৃদু বিষধর ‘উজ্জ্বল প্যারাবন সাপ’। এ সাপের দৈর্ঘ্য দেড় ফুট। বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টে সাপটি দেখতে পায় স্থানীয়রা।

এ সময় সাপটিকে একনজর দেখতে ভিড় জমায় পর্যটকরা। তবে ঠিক কোন সময় সাপটি ভেসে এসেছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।

পরে সাপটি ডলফিন রক্ষা কমিটি ও অ্যানিমেল লাভার অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা উদ্ধার করে সৈকতের ঝাউবনে অবমুক্ত করে।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, সাপটি আমাদের সদস্যরা ডলফিন রক্ষা কমিটির সহায়তায় অবমুক্ত করেছে। এটি মূলত সুন্দরবনের দুর্লভ আবাসিক সাপ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host