ক্যারিয়ার গড়তে মানতে হবে যে ১০ টি পয়েন্ট

প্রকাশের তারিখ: নভেম্বর ২৭, ২০২২ | ৯:৫০ পূর্বাহ্ণ

বরিশাল বাণীঃ ক্যারিয়ার ফোকাসের জন্য কম বেশি সবাই চিন্তা করে।কেউ সঠিক দিক নিদের্শনা নিয়ে এগিয়ে যায় কেউ আবার নিজেকে ভুল পথে ফোকাস করে। প্রতিযোগিতামূলক পৃথিবীতে নিজেকে সফলভাবে গড়ে তুলতে প্রয়োজন সফল একটি ক্যারিয়ার।একজন ব্যক্তি কতটুকু সফল, তা বোঝা যায় তার অর্জন থেকে। আত্মসচেতন ব্যক্তিরা নিজেদের অর্জন নিজেরাই মূল্যায়ন করেন। ফলে তাদের পক্ষে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হয়।ক্যারিয়ার জীবনে যে বিষয় গুলো ঠান্ডা মাথায় মেনে চলতে হবে।

১.সব সময় নেতিবাচক চিন্তা পরিহার করে  ইতিবাচক চিন্তা করুন।
২.মনকে সতেজ প্রফুল্ল এবং সন্দেহ প্রবণতা থেকে  মুক্ত রাখুন।
৩.সুনির্দিষ্ট পরিকল্পনা করে আগামী দিনে পথ চলুন ।
৪.আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রেখে ব্যয় করুন।
৫.সব সময় আবেগ নিয়ন্ত্রণে রেখে বিবেক খাঁটিয়ে কাজ করুন।
৬.পরনিন্দা,পরচর্চায় থেকে মুক্ত থাকুন।
৭.জীবনে সর্বোচ্চ ঝুঁকি নিতে সাহস রাখুন ।
৮.অতীত নিয়ে আফসোস না করে অতীতকে ফোকাস করে ভবিষ্যৎ গড়ুন ।
৯.সময়ের অপচয়  না করে সময়ের মূল্য দিতে শিখুন।
১০.প্রবল ইচ্ছে, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস নিয়ে ক্যারিয়ার গড়ুন।

লেখকঃ আনিছুর রহমান
উপ-সহকারী প্রকৌশলী
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host