কাউখালীতে জ্বীনের বাদশা পরিচয়ে হাতিয়ে নেওয়া টাকা ফেরৎ

প্রকাশের তারিখ: জুলাই ৬, ২০২০ | ১১:৪৮ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীর এক নারীকে জ্বীনের বাদশা পরিচয়ে দিয়ে বিভিন্ন প্রোলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া পনের হাজার টাকা উদ্ধার করেছেন পুলিশ।

জানাগেছে, গত ১৭ ও ১৮ এপ্রিল দুই দিনে উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি গ্রামের শিরিন বেগমের কাছ থেকে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে মুঠোফোনে কথা বলে দুই বারে ১৫ হাজার টাকা প্রতারক চক্র হাতিয়ে নেয়। এ ঘটনায় শিরিন বেগম বাদী হয়ে কাউখালী থানায় গত ২২ জুন অভিযোগ করেন। কাউখালী থানা পুলিশ ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে মোবাইল ফোন ট্রাকিং এর মাধ্যমে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সিদ্দিক হোসেন নামের এক প্রতারককে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে শিরিন বেগমের হাতিয়ে নেওয়া পনের হাজার টাকা উদ্ধার করে পুলিশ। উক্ত টাকা রবিবার (৫ জুলাই) রাতে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম ভূক্তভোগী শিরিন বেগমের হাতে তুলে দেন।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, ভূক্তভোগী শিরিন বেগমের অভিযোগ পেয়ে প্রতারক চক্রের মোবাইল ফোন ট্রাকিংএর মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে গোবিন্দগঞ্জের ওসির সহায়তায় প্রেতাক সিদ্দিক হোসেনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে হাতিয়ে নেওয়া পনের হাজার টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত টাকা ভূক্তোভোগীকে বুঝিয়ে দেওয়া হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host