মঠবাড়িয়ায় চুরি-ডাকাতির হিড়িক, আতংঙ্কে এলাকাবাসী

প্রকাশের তারিখ: ডিসেম্বর ৩, ২০২২ | ৭:৩৩ অপরাহ্ণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত কয়েকদিন ধরে চুরি-ডাকাতির হিড়িক পরেছে। শুক্রবার (২ ডিসেম্বর) গভীর রাতে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা আ.লীগ সদস্য তাজউদ্দিন আহম্মেদ এর উত্তর মিঠাখালী গ্রামের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এ দিকে পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল আমিনের বাড়ি দূর্ধর্ষ চুরি ও উপজেলার পাঠাকাটা গ্রামে সামসুল হকের ছেলে সুমনের তিনটি গরু চুরি হয়েছে। অপর দিকে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে পৌরসভার ৩ নং ওয়ার্ডের বীরেন্দ্র নাথ শিকদারের ছেলে বিধান মাস্টারের ঘরে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এছাড়া উপজেলা বিভিন্ন এলাকায় ছিটকে চুরির ঘটনা ঘটে চলছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতংঙ্ক দেখা দিয়াছে। থানা পুলিশ, ডিবি পুলিশ, পিবিআই র‌্যাব সদস্য ও বিভিন্ন গোয়েন্দা বাহিনী তাজউদ্দিন আহম্মেদ ও রুহুল আমিনের বাড়ি পরিদর্শণ করেছেন।

তাজউদ্দিন আহম্মেদ জানান, রাতে ফুটবল খেলা দেখে শুয়ে পরলে ৩ টার দিকে ৬-৮ জনের সংঙ্ঘবদ্ধ ডাকাত দল কৌশলে পাকা ভবনের নিচতলার পিছনের দরজা খুলে ঘরে ঢুকে দোতালায় গিয়ে তাঁতে ও তার স্ত্রীকে অস্ত্রের মূখে জিম্মি করে, নগদ ৭৫ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণ, ২ টি মোবাইলসহ বিভিন্ন মামলামাল লুটে নেয়।

সরকারি দলের শীর্ষ একজন নেতার বাড়িতে ডাকাতির সংবাদ মূহুর্তে ছড়িয়ে পরলে দলীয় শতাধিক নেতা-কর্মি তাঁর বাড়িতে ছুটে যান। তারা প্রশাসনের কাছে ডকাত সদস্যদেরকে দ্রæত গ্রেপ্তারের দাবি জানান।

রুহুল আমিন বলেন, শুক্রবার রাত ৯ টার দিকে ঘরের সামনে এসে দরজা খোল দেখেন । পরে দেখতে পান টয়লেটের ভেন্টিলেটর ভেঙে দূর্ধর্ষ চোর সদস্যরা ঘরে ঢুকে বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে গেছে। তার লক্ষাধিক টাকার মামলামাল খোয়া গেছে বলে তিনি জানান।

সুমন মিয়া জানান, প্রতিদিনের ন্যায় খাবারে খেয়ে পরিবারের সকল সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকালে গোয়াল ঘরে  এসে দেখতে পান ৮ টি গরুর মধ্যে ৩ টি বড় গরু ঘোয়াল ঘরের বেড়া ভেঙে চোর সদস্যরা নিয়ে গেছে।

মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শীঘ্রই ডাকাত সনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হবো। সাবেক কাউন্সিলর রুহুল আমিন অজ্ঞাত চোরের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি আরও বলেন, সকল প্রকার অপরাধ দমনে পুলিশি অভিযান জোরদার করা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host