জয়বাংলা স্লোগান দিয়ে সাংবাদিকের উপর হামলাঃ বিএফইউজে ও ডিইউজে’র নিন্দা

প্রকাশের তারিখ: ডিসেম্বর ৬, ২০২২ | ১২:৫৫ পূর্বাহ্ণ

খবর বিজ্ঞপ্তি: জাতীয় প্রেস ক্লাবের সামনে খবর সংগ্রহের সময় দৈনিক মানবজমিন ডিজিটালের রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ ও দৈনিক ইত্তেফাকের রিপোর্টার হাসিব প্রান্থকে মারধর করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। 
নেতৃবৃন্দ বলেন,জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সাংবাদিকদের উপর হামলা অত্যন্ত দুঃখজনক। তারা শুধু হামলাই করেনি হামলাকারীরা দুই সাংবাদিকের তিনটি মোবাইলফোন, মাইক্রোফোন ও মানিব্যাগও ছিনিয়ে নিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারী গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। নেতৃবৃন্দ আরো বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় না আনলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। 

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host