পবিপ্রবিতে ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: ডিসেম্বর ৭, ২০২২ | ৭:৫১ অপরাহ্ণ

ইমাদুল হক প্রিন্সঃ- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি সেমিনার কক্ষে ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর দেশ বরেণ্য কৃষি বিজ্ঞানী প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।

ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভাপতি ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে এবং আইকিউএসির ডেপুটি রেজিস্ট্রার মোঃ আমিনুল ইসলাম টিটুর নান্দনিক উপস্থাপনায় রিসার্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন আইসিটি সেল এর পরিচালক প্রফেসর ড. এসএম তাওহিদুল ইসলাম। প্রশিক্ষণে সিটিজেন চার্টার সেবা বাস্তবায়নকারী এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও উপ পরিচালক পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host