বাংলাদেশকে মানবাধিকার সনদ মেনে চলতে তাগিদ দিল জাতিসংঘ

প্রকাশের তারিখ: ডিসেম্বর ৭, ২০২২ | ১১:৪১ অপরাহ্ণ

বাণী ডেস্ক: বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাসহ মানবাধিকার সনদের বিভিন্ন বিধান মেনে চলার অঙ্গীকার রক্ষার তাগিদ দিয়েছে জাতিসংঘ।
আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার (৭ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এক বিবৃতিতে এই তাগিদ দেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আগামী বছর জাতীয় নির্বাচন হবে। তবে জাতিসংঘের সদস্য দেশ হিসেবে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাসহ মানবাধিকার সনদের বিভিন্ন বিধান মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশকে তার ওই প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host