ব্রাজিলের হারে অজ্ঞান হয়ে হাসপাতালে বরগুনার এক সমর্থক !

প্রকাশের তারিখ: ডিসেম্বর ১০, ২০২২ | ৯:০৭ পূর্বাহ্ণ

বাণী ডেস্কঃ বরগুনায় ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের হারে অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ব্রাজিল সমর্থক এক কিশোর। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে খেলা শেষে ব্রাজিলের পরাজয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে ওই কিশোর।

তাহসিন আলম (১৪) নামে ওই কিশোর বরগুনার পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ও একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিসুল আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে বরগুনার বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে বড় পর্দায় ব্রাজিল-ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনালের খেলা দেখছিল তাহসিন। কোয়ার্টারে টাইব্রেকারে ব্রাজিলের হারে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে সে। পরে অন্য দর্শকরা তাকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্য চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তির করাতে বলেন। জ্ঞান ফেরার পর ওই কিশোর সুস্থতাবোধ করায় স্বজনরা তাকে বাসায় নিয়ে যায়।

এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামসুদ্দোহা শামস বলেন, অত্যাধিক চাপ ও অতিরিক্ত উত্তেজনা সামলাতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে তাসিন। তবে এখন সে সুস্থ আছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host