ঢাকা থেকে চুপিসারে প্রতিদিন আসছে শতশত মানুষ ! চরম স্বাস্থ্যঝুঁকি

প্রকাশের তারিখ: মে ১৫, ২০২০ | ১১:১০ অপরাহ্ণ

মির্জাগঞ্জ সংবাদদাতা।

মির্জাগঞ্জ উপজেলায় আজ পর্যন্ত কোন করোনা পজেটিভ নাই। কিছুদিন পুর্বে একজনের পজেটিভ হলেও বর্তমানের রিপোর্টে নেগেটিভ আসছে। কিন্তু বেশ কিছুদিন যাবত প্রাইভেট / মাইক্রো গাড়িতে প্রতিদিন ঢাকা হতে লোকজন যাতায়াত করে তাতে মির্জাগঞ্জ উপজেলার অবস্তা ভয়াবহ রুপ নেওয়ার সম্ভাবনা আছে। ঢাকা থেকে যারা আসে তারা চুপি চুপি নিজের গন্তব্যে চলে যায় আবার যারা অত্র এলাকা থেকে ঢাকা যায় তারা কিছু অসাধু চক্রের মাধ্যমে চুক্তি বদ্ধ হয়ে চলে যায়।
কিছু দিন সুবিদখালীর কলেজের উত্তর দিকের গুলশাল সিটি তে গাড়ির স্টোপিজ করে লোকজন আনা নেওয়া করত। ওখানকার লোকজন বাধা দেয়ার ফলে ইদানিং মহিষকাটা বাজারে,এবং তার আসেপাশে গাড়ি রেখে সুবিদখালীর কলেজ ঘাট কাউন্টারে চুক্তি করে অটো করে যাত্রী নিয়ে গাড়িতে উঠাইয়া দেয়। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ না নিলে মির্জাগঞ্জ উপজেলার পরিনতি ও নারায়ণগঞ্জ এর মত হতে পারে। মির্জাগঞ্জ উপজেলার সাধারণ মানুষের দাবি যাহাতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এ ব্যাপারে কঠোর অবস্তানে থাকে। গুটি কয়েক লোভি মহলের লাভের জন্য যেন অত্র এলাকার পরিস্থিতি খারাপের দিকে না যায়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host