পিতা-মাতাকে মারপিটঃ স্বেচ্ছাসেবকলীগ সভাপতিকে অব্যহতি

প্রকাশের তারিখ: জুলাই ৭, ২০২০ | ৬:৪৫ অপরাহ্ণ

মুহাম্মাদ আবু মুসা
বগুড়ার গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহম্মেদ তার পিতা-মাতাকে মাঝে মধ্যে মারপিট করার অভিযোগে তার সংগঠনের পদ থেকে অব্যহত দেয়া হয়েছে। একই সাথে সংগঠনের সকল কার্যক্রম থেকে বিরত থাকারও নির্দেশ দেয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি ফারুক আহম্মেদকে সংগঠনের পদ থেকে অব্যহতি দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তার পিতা-মাতাকে মাঝে মধ্যে মারপিট করার ঘটনায় অভিযোগ করা হলে কেন্দ্রীয় কমিটির সুপারিশে জেলা কমিটি ব্যবস্থা নেয়। এ ব্যাপারে গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতির পদ থেকে সদ্য অব্যহত পাওয়া ফারুক আহম্মেদ এর পিতা মোফাজ্জল হোসেন ফকির ও মাতা ফাতেমা বেগম এর সাথে মোবাইল ফোনে কথা বললে তাঁরা বলেন, আমাদের একমাত্র ছেলে ফারুক আহম্মেদ। কিন্তু আমাদের সাথে কারনে অকারনে খারাপ ব্যবহার করে এবং মাঝে মধ্যে মারপিট করে। তার অত্যাচার সহ্য করতে না পেরে বিচার চেয়ে বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাদের কাছে আমরা লিখিতভাবে অভিযোগ করেছি। এর আগে থানায় এবং গ্রামে বিচার দেয়া হয়েছিল। এ বিষয়ে গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতির পদ থেকে সদ্য অব্যহত পাওয়া ফারুক আহম্মেদ এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, আমাকে অনেকে ফোন করে অব্যহত দেয়ার বিষয়টি বললেও আমার কিছুই জানা নেই।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host