বিদ্যানন্দপুর অস্থায়ী ক্যাম্পকে স্থায়ী তদন্ত কেন্দ্র করার দাবী

প্রকাশের তারিখ: জুলাই ৮, ২০২০ | ১:০১ পূর্বাহ্ণ

কাজীরহাট প্রতিনিধি :
বরিশাল জেলার কাজীরহাট থানা ক্রাইম জোন এলাকা হিসাবে তালিকা সংযুক্ত হলেও ভাষানচর ও বিদ্যানন্দপুর ইউনিয়ন নিয়ে বিদ্যানন্দপুর পুলিশ তদন্ত কেন্দ্র প্রক্রিয়া রহিয়াছে বলে একটি সূএে নিশ্চিত হওয়া গেছে। বিদ্যানন্দপুর এক সময় অপরাধ কর্মকান্ডের কেন্দ্র বিন্দু ছিল। হত্যা, ডাকাতি, চুরি সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকন্ড ঘটিয়ে অপরাধীরা বীরদর্পে চলাফিরাই ছিল অপরাধীদের পথচলা। অপরাধ ছিল দৈনন্দিক কর্মকান্ড ? প্রশাসনিক দপ্তরে টনক নড়লে প্রশাসনিক উর্দ্ভতন কর্তৃপক্ষের নিকট হতে বিদ্যানন্দপুর পশ্চিম রতনপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিনত হয়। ২টি ইউনিয়নে ৪ বছরের পরপর কয়েকটি খুনের ঘটনা ঘটে গেলেও থেমে নেই সকল ধরনের অপরাধ। এই অপরাধ যেন ২ ইউনিয়ন বাসীর একই সুতোই গাঁথা। বিদ্যানন্দপুর পশ্চিম রতনপুর আলআমিন হত্যার পরপরই ঐ বাড়ি সংলগ্ন অস্থায়ী পুলিশ ক্যাম্প গড়ে উঠলেও থেমে নেই একাধিক খুনের ঘটনা ভাষানচর সমির চারু খুন হয়। বিদ্যানন্দপুর শিল্পী হত্যা এছাড়া কোরবানীর দিন সকাল বেলা খুন হয় অপর একজন। সর্বশেষ খুন হয় বিদ্যানন্দপুর পশ্চিম রতনপুর সৌরভ। এলাকাবাসীর র্দীঘ দিনের দাবী ২টি ইউনিয়ন নিয়ে অতিশিঘ্রিই স্থায়ী পুলিশ ক্যাম্পে রুপান্তিত করা হলে সকল ধরনের অপরাধ কর্মকান্ড কছে আসতে পারে বলে এলাকাবাসীর ধারনা। ইতি পূর্বে বরিশাল পুলিশ সুপার মহোদয় পশ্চিম রতনপুর অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করে গেলেও আশার বানী শুনিয়ে গেলেও স্থায়ী পুলিশ ক্যাম্পের অগ্রগতী চলমান অব্যহত থাকলেও বিভিন্ন দপ্তরে প্রশাসনিক কাগজ পএ চলামান অবস্থায় আছে। এ বিষয় বিদ্যানন্দপুর ইউপি সদস্যা মোসাঃ হাওয়ানুর বেগম, সদস্য লুৎফর রহমান স্বপন, রিয়াজ খানঁ জানায়, অতিদ্রুত পুলিশ ক্যাম্প স্থায়ী করনের দাবী জানাচ্ছি উর্দ্ভতন কর্তৃপক্ষের নিকট। ইউপি চেয়ারম্যান আঃ জলিল মিয়ার সাথে আলাপ করলে তিনি জানায়, স্থায়ী পুলিশ ক্যাম্প হলে এলাকায় অপরাধ কমে আসবে এবং সকল ধরনের সহযোগীতা প্রশাসনকে করা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host