ট্রেন ও যাত্রীবাহী বাস সংঘর্ষে নিহত ২-আহত ১০ জন 

প্রকাশের তারিখ: ডিসেম্বর ২৯, ২০২২ | ৫:১২ অপরাহ্ণ

সেলিম শিকদার সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের কড্ডার মোড়ে পদ্মা এক্সপ্রেস ট্রেন ও যাত্রীবাহী বাস সংঘর্ষ নিহত ২-আহত ১০ জন।
সিরাজগঞ্জের কড্ডার মোড় সদানন্দপুর শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন সংলগ্ন (রেলক্রসিং) রেল গেটের গেটম্যানের অসাবধানতার কারনে যাত্রীবাহী বাস ও পদ্মা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  
এতে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  
বৃহস্পতিবার রাত্রি ১১ টা ৩৫ মিনিটে ঢাকা কমলাপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা পদ্ম এক্সপ্রেস ট্রেন এবং   বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজ এর ঢাকা মেট্রো- ব- ১৫-৩১৫৩ নং যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছিলে গেটম্যানের অসাবধানতার করানে ভোর ৪ টা ৪২ মিনিট সময়ে ঘন কুয়াশার ফলে মুখমুখি সংঘর্ষ হয়। এতে সংঘর্ষে রেলগেটের পিলার ও রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খানা দুমড়ে মুচড়ে সড়কের উপর উল্টে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটেছে। 
তাৎক্ষণিক ভাবে সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনতা উদ্ধার কাজ শুরু করে।  এ সংঘর্ষে ২ জন নিহত ও   ১০ জন আহত হয়েছে ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host