চরফ্যাশনের তিন ইউপির দুইটিতে স্বতন্ত্র / একটি নৌকা চেয়ারম্যান!

প্রকাশের তারিখ: ডিসেম্বর ৩০, ২০২২ | ১:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশনের ৩ইউপিতে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। প্রাপ্ত ভোট গননা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় চরফ্যাশন উপজেলা সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল ফলাফল ঘোষণা করেন। উপজেলার জিন্নাগড় ইউনিয়নে নৌকা মনোনিত প্রার্থী মো. হোসেন মিয়া ৫হাজার ৮৫৮ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আনারস প্রতিকে ২০০৮ ভোট পেয়েছেন।

অপরদিকে আমিনাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান মিঠু আনারস প্রতিকে ৪৬৬৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকে ২২৪৬ ভোট ও নৌকা প্রতিক নিয়ে সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন ১০৩৩ ভোট পেয়েছেন। নীলকমল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন ৭২৮৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রার্থী আলমগীর হাওলাদার নৌকা প্রতিকে ৫১৭৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। যেখানে র‍্যাব পুলিশ ও বিজিবিসহ ৪ স্তরের নিরাপত্তা বাহিনী ভোটারদের নিরাপত্তায় কাজ করেছেন। এছাড়াও সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্য প্রার্থীদের ভোটের ফলাফল শুক্রবার ঘোষণা দিয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host