বঙ্গবন্ধুকে নিয়ে অসাধারণ একটি কবিতা

প্রকাশের তারিখ: ডিসেম্বর ৩১, ২০২২ | ১২:৩৮ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু!
— মোহাম্মদ এমরান।

হাজার বছরের শ্রেষ্ঠ তুমি-
বাঙ্গালি জাতির অহংকার!
তুমি নওতো কেবলই মুজিব-
বাঙ্গালি মায়ের অলংকার!
বঙ্গবন্ধু!
শোষিতের তরে তুমি সর্বদা-
ছিলে এক নির্ভিক সৈনিক!
বজ্রকন্ঠ বাজে তোমার দেশ মাতৃকার তরে-
যেনো সৃষ্টিকর্তার সৃষ্টি অপার নৈসর্গিক!
বঙ্গবন্ধু!
নেতা নওতো কেবলই তুমি-
ছিলে বাঙ্গালি জাতির পিতা!
কি করে করলো ওরা তোমার সাথেই-
নির্লজ্জ বিশ্বাসঘাতকতা!
বঙ্গবন্ধু!
কোন সাহসে পারলো ওরা-
করতে তোমায় নির্মম হত্যা!
ওরা তো শকুনের দল-
হিংস্রতাই ওদের সভ্যতা!
হয়তো কুকুর ওরা-
নয়তো ওদের অজ্ঞতা!
বঙ্গবন্ধু!
তোমার তরে হৃদয় পোড়ে,
কোটি বাঙ্গালি কাঁদে নিরবে-
ভেদাভেদ নেই কভু ছাত্র-শ্রমিক-জনতা!
তুমি শেখ মুজিব তুমিতো কেবলই-
বাঙ্গালি জাতির একমাত্র মুক্তিদাতা!
বঙ্গবন্ধু!
তুমিতো জাতির একমাত্র সত্বা,
তোমার তরে অশ্রু ধারা যায় গরায়ে-
কীর্তনখোলা থেকে বুড়িগঙ্গা!
বিপদে যে রাখে জড়ায়ে নিজেকে হারায়ে দেশের তরে-
সদা সজ্জল ছিলে সর্বদা তুমি বহমান!
তুমি তো সেই নেতা প্রিয়—————
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!
বঙ্গবন্ধু!
হাজার বছরের শ্রেষ্ঠ তুমি-
তুমি নওতো শুধুই শেখ মুজিব!
তোমার ছোঁয়ায় হলো গণজাগরণ-
সোনার বাংলা হয়েছে সজীব!
বঙ্গবন্ধু!
নওতো তুমি দেশের সেরা-
শ্রেষ্ঠ তুমি সারা পৃথিবীর!
তোমার কন্ঠে জাগে জনতা-
হৃদয়ে ধরে ভালবাসার অাবীর!
মোহাম্মদ এমরান
২৯/১২/২০১৯

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host