আবাসিক এলাকায় অবৈধ ইটভাটা বন্ধের দাবীতে মানববন্ধন

প্রকাশের তারিখ: ডিসেম্বর ৩১, ২০২২ | ২:২৩ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার উত্তর সোনাখালী গ্রামে লোকালয় প্রভাবশালী শাহ আলম গাজীর অবৈধ ইটভাটা (পাঁজা) বন্ধের দাবীতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে স্থানীয় গাজী বাড়ির সম্মূখ সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় শাহজাহান গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আঃ রব হাওলাদার, আলামগীর হোসেন সেলিম, মো. শাহজাহান গাজী, মনিরা আক্তার, সালমা সুলতানা, মো. জলিল হাওলাদার, শাহ জালাল গাজী প্রমূখ।
বক্তারা বলেন, উপজেলার বাদুরতলী গ্রামের মৃত. সৈজদ্দিন গাজীর ছেলে স্থানীয় প্রভাবশালী শাহ আলম গাজী মধ্য সোখাখালী গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে গত বেশ কয়েক বছর ধরে কাঠ দিয়ে অবৈধ ইটভাটা (পাঁজা) পুড়িয়ে আসছেন। এ অবৈধ ইট পোড়ানোর ফলে এলাকার গাছ পুড়ে যাচ্ছে, যতদূর ধোঁয়া যাচ্ছে ততদূর গাছের পাতা ঝড়ে যাচ্ছে, পুকুরের মাছ মরে যাচ্ছে, এলাকার বৃদ্ধ ও শিশুরা শ^াসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। অজ্ঞাত কারনে সংশ্লিষ্ট প্রশাসন কোন ব্যবস্থা নেয় না।
স্থানীয় বাসিন্ধা আঃ মালেক গাজীর ছেলে মো. শাহ জালাল গাজী বলেন, এলাকাবাসির অনুরোধে আমি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাইনি। সর্বশেষ বরিশাল বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দিলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ আবদুল হালিম সংশ্লিষ্ট প্রশাসককে ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দিলেও অজ্ঞাত কারনে প্রশাসক কোন ব্যবস্থা নেননি।
অভিযুক্ত শাহ আলম গাজী দাম্ভিকতার সাথে বলেন, প্রশাসন কোন অনুমোতি দেয়নি কিন্তু আমি ইট পোড়াই ব্যবসা করি।
মঠবাড়িয়া উপজেল্ ানির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি ভৌমিক বলেন, পূর্বে একাধিক বার মোবাইলকোট করা হয়েছে। ওই ইটভাটাটি দ্রæত বন্ধের ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এলাকাবাসির পক্ষে পরিবেশ রক্ষায় মামলা করার সুযোগও রয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host