মুলাদীতে হামলার শঙ্কায় মুক্তিযোদ্ধার পরিবার

প্রকাশের তারিখ: জুলাই ৮, ২০২০ | ৮:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের মুলাদীতে প্রতিপক্ষের হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে মুক্তিযোদ্ধা আবদুল গনি ও তার পরিবার। ইতোপূর্বে প্রতিপক্ষের হামলায় রক্তক্ষয়ী জখমের পর আবারো হামলা হতে পারে বলে আশংঙ্কা করছেন। একই সাথে ডাক্তারী সনদে যথাযথ জখমের কথা উল্লেখ নেই বলে দাবী করে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। মামলায় অভিযুক্তরা জামিনে গিয়ে অশ্রাব্য ভাষায় ভৎসনা করেছেন বলেও জানায় তার পরিবার। জানা যায়, মুলাদী চরলক্ষ্মীপুর গ্রামে স্থানীয় যুবকেরা করোনা মহামারীর মধ্যে শতাধিক লোক নিয়ে বনভোজনের আয়োজন করে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা ঐ আয়োজন করতে বাধা প্রদান করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ২৪/ ৫/২০ ইং তারিখে রাত ৮টার দিকে মুক্তিযোদ্ধা আবদুল গনি ও তার পরিবারের প্রতি হামলা চালায় শাহাদাত হোসেন রাসেল, হাবিবুর রহমান হান্নান, শাহাবুদ্দিন সরদার, ইমন সরদার, আলিফ হাওলাদার, মোঃ রিয়াদ সরদার, হৃদয় হাওলাদার, কনক সরদারসহ অজ্ঞাত আরো কয়েকজনে। মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন মুক্তিযোদ্ধা আবদুল গনি সরদার। এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদেরকে ও পিটিয়ে জখম করে। করোনার কারনে ঘরে বসেই চিকিৎসা নেন আবদুল গনি। হামলার ঘটনায় মুলাদী থানায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। ঐ মামলায় অভিযুক্তরা জামিনে রয়েছেন। সামান্য একটি ঘটনা নিয়ে একজন মুক্তিযোদ্ধার উপর এ ধরনের হামলা ও জখম করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host