দুমকিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাস্কর্য ভাঙচুর, তরুণ গ্রেফতার

প্রকাশের তারিখ: জানুয়ারি ১৪, ২০২৩ | ৭:২১ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর দুমকি উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাস্কর্য ভাঙার অভিযোগে শরিয়তুল্লাহ (২০) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার শরিয়তুল্লাহ দুমকি মাদরাসা ব্রিজ এলাকায় মিজানুর রহমান মৃধার ছেলে। চলতি বছর দুমকি সরকারি জনতা ডিগ্রি কলেজ থেকে তিনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে থেকে জানা যায়, শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দুমকি উপজেলা কমপ্লেক্সের জয় বাংলা চত্বরে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাস্কর্যের ওপরে উঠে মাথার অংশ ভেঙে মাটিতে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই তরুণ। এসময় শব্দ পেয়ে উপজেলা পরিষদের নিরাপত্তা কর্মী ও আবাসিক ভবনে থাকা কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

পরে এ ঘটনায় দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা বাদী হয়ে ওই তরুণের বিরুদ্ধে মামলা করেন।

দুমকি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহবুব আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে ওই তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host