মাস্টার্স ফাইনাল পরীক্ষা শুরু ৯ ফেব্রুয়ারি

প্রকাশের তারিখ: জানুয়ারি ১৪, ২০২৩ | ১১:৩৯ অপরাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সময়সূচিতে জানানো হয়, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২১ মার্চ পর্যন্ত মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে।

আজ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব সময়সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি ও এম মিউজ (নিয়মিত-অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ উন্নয়ন) শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

এতে আরো জানানো হয়, এ পরীক্ষা চলবে ২১ মার্চ পর্যন্ত। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি ছাড়া প্রতিদিন পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host