ববির ছাত্রী হলের পিছনে বখাটেদের উৎপাত

প্রকাশের তারিখ: জানুয়ারি ১৬, ২০২৩ | ৪:৫০ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ::: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেখ হাসিনা হলের পিছনে ক্যাম্পাস এরিয়ার ভিতরে প্রবেশ করে মেয়েদের অশোভন ও আপত্তিকর অঙ্গভঙ্গি করে দুইজন যুবক। একেকদিন একেক সময় এসে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে এরা।

কয়েকজন আবাসিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, প্রাচীরের নিচ দিয়ে এসে এরকম অশালীন আচরণ করছে। এছাড়াও রাতে হলের পিছনের রাস্তা থেকে মেয়েদের হলের দিকে চর্টলাইট জ্বালিয়ে তাদেরকে (মেয়েদের) প্রতিনিয়ত বিরক্ত করা হয়। হল সংশ্লিষ্টকে এ বিষয় অবহিত করলেও যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।

ক্যাম্পাস এরিয়ার ভিতরে এরকম ঘটনাকে কেন্দ্র করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। সম্প্রতি মুঠোফোনে ধারণকৃত দুটি ভিডিও প্রতিবেদকের হাতে আসে। যার একটি ১৭ সেকেন্ড এবং অন্যটি ২মিনিট ১৬ সেকেন্ড। দুটি ভিডিওতে দুজন ব্যক্তিকে দেখা যায়। ভিডিওতে দেখা যায়- প্রাচীরের নিচের ফাঁকা জায়গা দিয়ে ক্যাম্পাস এরিয়ার ভিতরে ঢুকে এক যুবক দূর থেকে মেয়েদের হলের পিছনে দাঁড়িয়ে অর্ধউলঙ্গ হয়ে নানারকম আপত্তিকর অঙ্গভঙ্গি করছে। এদের অশ্লীলতা ভাষায় প্রকাশ করার মতো নয়৷ এ নিয়ে হলের শিক্ষার্থীদের মধ্যে ভীতি ও অস্বস্তি তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাস এরিয়ার ভিতরে প্রবেশ করে এমন অসভ্য কাজকর্মের সাহস পায় কি করে? এরকম কর্মকাণ্ড ভাষায় প্রকাশ করার মতো। এখানে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা রুমে বসে এসব লম্পটদের জন্য ঠিকঠাক পড়তে পারছি না। এর একটা সমাধান চাই। আমাদের হলের এ পাশে(হলের পিছনের রাস্তা) আমরা সিকিউরিটি চাই ৷

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, এসব ঘটনার সম্মুখীন না হলে বোঝা যাবে না বিষয়টা কতটা অস্বস্তিকর। হল সংশ্লিষ্টদের কয়েকবার জানিয়েছি৷ কিন্তু তারা কোনো ভ্রুক্ষেপই করেনি। এইবার আবার ঘটনার পুনরাবৃত্তি হয়েছে তাই আমরা সরাসরি প্রক্টর স্যারকে জানিয়েছি৷

শেখ হাসিনা হলের প্রভোস্ট রেহেনা পারভিনের সাথে এ বিষয়ে যোগাযোগ করলে তিনি বলেন,আমি প্রতিদিন অফিসের সাথে যোগাযোগ রাখি। কিন্তু এ ধরনের কোনো অভিযোগ আমার কাছে আসে নাই ৷ মেয়েদের এভাবে উত্ত্যক্ত করার বিষয়টাও তিনি এখন পর্যন্ত অবগত নয় বলে জানান।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, শিক্ষার্থীরা আমাকে বিষয়টি অবহিত করলে আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি এবং উত্ত্যক্তকারীদের ছবিও পুলিশকে দেওয়া হয়েছে। তারা এদের শনাক্তকরণে কাজ করছে ৷ আশা করি বিষয়টি সমাধান হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host