ঝালকাঠিতে শিক্ষা কর্মকর্তার ওপর ক্ষেপে গেলেন শিক্ষক

প্রকাশের তারিখ: জানুয়ারি ১৬, ২০২৩ | ৫:৪৯ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের ওপর ক্ষেপে গেলেন উত্তর বাশবুনিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুম মিয়া। সভায় বাকবিতন্ডা ও হট্টগোল সৃষ্টি হয়।

সোমবার ১৬ জানুয়ারি সকালে উপজেলা শিক্ষা কর্মকর্তার সভাকক্ষে এ ঘটনা ঘটে।

প্রধান শাহারুম মিয়া অভিযোগ করে বলেন, শিক্ষা কর্মকর্তা আমার ৫ মাসের বেতন বন্ধ করে দিয়েছেন। ছেলে-মেয়ে নিয়ে আমি দুবেলা খেতে পারছিনা। চিকিৎসা করাতে পারছিনা। শিক্ষা কর্মকর্তাকে ফোন দিলে সে আমার ফোন রিসিভ করেন না। বিল ছাড়ার কথা বলে আমার কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়াছে। অথচ কাজ করেনি টাকাও ফেরৎ দিচ্ছেন না।

তবে শিক্ষকের এসব অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম। তিনি দাবি করেন, আমি শাহারুম মিয়াকে চিনিনা, কখনো মিটিংয়ে দেখিনি। তিনি কোনো মিটিংয়ে আসে না। কি কারণে ওই শিক্ষক এমন করেছেন সে বিষয়ে আমি অবগত নই।’’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host