বরিশালে মাদক সেবনে বাধা দেয়ায় ছাত্রলীগকর্মীকে কোপানোর অভিযোগ

প্রকাশের তারিখ: জানুয়ারি ১৬, ২০২৩ | ৭:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল শহরে মাদক সেবনে বাধা দেওয়ার কারণে এক ছাত্রলীগের কর্মীকে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে শহরের উত্তর আমানতগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগ কর্মী হলেন রাতুল সিকদার। বরিশাল শহরের উত্তর আমানতগঞ্জ এলাকার মোঃ মাসুদ সিকদারের ছেলে সে।

এছাড়াও জানা গেছে, বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নার অনুসারী সে। হামলায় আহত রাতুলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাতুলের বাবা মাসুদ সিকদার বলেন, আমার শ্যালকের রান্নাঘরে প্রবেশ করে প্রতিনিয়ত মাদক সেবন করে বখাটে তানজিল। গত শনিবার রাতে ফের তানজিল মাদক সেবন করতে আসলে তাতে বাধা দেয় আমার ছেলে। এতে ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে খুন করার হুমকি দিয়ে চলে যায় তানজিল। তানজিল ওই এলাকার গাব শামীমের ছেলে। শনিবার রাতেই তানজিল ও তার ভাই ফেরদৌস, চাচা সাকিব সিকদার ওরফে গাব সাকিব,মঞ্জু সিকদার, সাইদুল সিকদার ও মনির সিকদার ধারালো অস্ত্র দিয়ে আমার ছেলেকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। এতে আমার ছেলের বা হাতের রগ কেটে গেছে। এদের মধ্যে সাকিব সিকদার একটি ডাকাতি মামলার আসামি। সেই মামলায় কারাগারেও ছিলো সে।’

হামলার ঘটনায় আহতের মামা ও মৎস্য ব্যবসায়ী নাছির মোল্লা বলেন, ভাগ্নের ওপর হামলার সময় আমার ঘরবাড়ী ভাংচুর করে এসব মাদকসেবীরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

এ ব্যাপারে কোতোয়ালি থানার এসআই রুম্মান জানান, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host