আগৈলঝাড়ায় নিজ বাড়িতে চিরনিন্দ্রায় শায়িত সাংবাদিক মাসুদ রানা

প্রকাশের তারিখ: জানুয়ারি ১৭, ২০২৩ | ৭:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক মাসুদ রানার মরদেহ শরিয়তপুরের জাজিরা পয়েন্টের দক্ষিণ থানা থেকে গ্রহণ করেছে তার পরিবার। মঙ্গলবার মাগরিবের পর বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামে তার নিজ বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

সাংবাদিক মাসুদ রানা পরোপকারী ও খুবই সাদাসিধে মানুষ ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবার ও তার বন্ধুমহলে।

নিহত মাসুদ রানার বন্ধু অনিক চৌধুরী বলেন, মাসুদ সবসময় হাস্যজ্বল থাকত। মানুষের বিপদ-আপদে ঝাঁপিয়ে পড়ত। তার মৃত্যুতে একজন ভালো মানুষকে হারিয়েছি আমরা।

প্রসঙ্গত, পদ্মা সেতু দক্ষিণ থানা সংলগ্ন জাজিরা প্রান্তে সোনালী ব্যাংক মোড়ে এলপি গ্যাসবোঝাই ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ছয়জন ঘটনাস্থলেই নিহত হন। সোমবার রাত সাড়ে ৪টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী রোগীবহনকারী অ্যাম্বুলেন্সটি পদ্মা সেতু দক্ষিণ থানা সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছন থেকে ধাক্কা মারে এবং ট্রাকের নিচে ঢুকে যায়। এসময় রোগী তার স্বজন, অ্যাম্বুলেন্সচালকসহ সবাই নিহত হন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host