বরগুনায় খানাখন্দে ভরা সড়ক, চলাচলে ভোগান্তি

প্রকাশের তারিখ: জানুয়ারি ১৯, ২০২৩ | ৬:৩০ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধি ::: বরগুনা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি ডিকেপি রোড। এ সড়কজুড়ে খানাখন্দের কারণে এখন যানবাহন চলাচলই দায়। একই অবস্থা অন্য সড়কগুলোরও। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে সড়কে রাখা নির্মাণ সামগ্রীর কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহন ও পথচারীদের।

বরগুনা পৌরসভার খামারবাড়ি রোগের বাসিন্দা শাহরিয়ার বলেন, ‘এ সড়ক দিয়ে বরগুনা সরকারি কলেজসহ অন্তত ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াত। অথচ বর্ষা মৌসুমের পুরো সময় সড়কটিতে হাঁটু পানি জমে থাকে। এ ছাড়াও সড়কটিতে বড় বড় গর্ত রয়েছে। এ কারণে এ সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।’

ডিকেপি রোডের আরেক বাসিন্দা আবুল কালাম বলেন, ‘বরগুনার গুরুত্বপূর্ণ সড়কের একটি ডিকেপি রোড। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এ সড়কে এখন যানবাহন চলাচলই দায়। সড়কের বেহাল দশার কারণে এখন অনেকেই পায়ে হেঁটে পথ চলা শুরু করেছেন।’

কেজি স্কুল রোডের বাসিন্দা আমিনুল হাসান বলেন, ‘পুরো সড়ক খানাখন্দে ভরা, এর পাশেই আবার রাখা আছে নির্মাণ সামগ্রী। এতে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, ‘বরগুনার পৌরসভার খানাখন্দে ভরা সড়কগুলোর সংস্কারে ইতোমধ্যেই দরপত্র আহবান করা হয়েছে। এ ছাড়া সড়কে নির্মাণ সামগ্রী অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আশ্বাস দেন তিনি।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host