৭ দফা বাস্তবায়নের দাবীতে যুব অধিকার পরিষদের মানব বন্ধন

প্রকাশের তারিখ: জানুয়ারি ২০, ২০২৩ | ১১:১৪ অপরাহ্ণ

সেলিম শিকদার সিরাজগঞ্জঃ- ” দয়া নয়-কর্ম চাই,বাঁচার মতো বাঁচতে চাই ”
এই স্লোগান কে সামনে রেখে ৭ দফা বাস্তবায়নের দাবীতে সিরাজগঞ্জে যুব অধিকার পরিষদের আয়োজনে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গত (২০ জানুয়ারি)শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ শহরের প্রবেশদ্বার বাজার স্টেশন জিরো পয়েন্ট সংলগ্ন মুক্তির সোপানের সম্মুখে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এস,কে শামিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আর,জে মমিন এবং সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় আয়োজনে এ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ মানব বন্ধন চলাকালে বক্তাগন তাদের বক্তব্যে বলেন – কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রনয়ণ, শিক্ষা বা প্রশিক্ষণ সনদ জামানতে সুদবিহীন ঋণ প্রদান, শিক্ষিত ও প্রশিক্ষিত প্রতিবন্ধীদের যোগ্যতা অনুসারে চাকুরির সুব্যবস্থা করন, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারি ভাবে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ ও প্রশিক্ষিত যুব শক্তিকে কর্মমুখী করে টেকসই কর্মব্যবস্থা চালু করণসহ ৭ দফা বাস্তবায়নের দাবীতে এই মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানব বন্ধন অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা ও থানা থেকে আগত নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host