পশুহাটে আগত মানুষের মুখে মাস্ক পরিয়ে দিলেন জীবননগর থানার ওসি সাইফুল

প্রকাশের তারিখ: জুলাই ৯, ২০২০ | ৫:৪৬ অপরাহ্ণ

এম.এ.আর নয়ন, চুয়াডাঙ্গা:

করোনা ভাইরাসের বিস্তার রোধে জনগণকে সচেতন করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম। মানুষজনকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে প্রখর রৌদ্রতাপ উপেক্ষা করে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারী পশুহাটে আগত মাস্কবিহীন লোকজনের মাঝে আজ তিনি মাস্ক বিতরণ করেন। বৃহস্পতিবার (৯জুলাই) বিকালে এই মাস্ক বিতরণ করা হয়।

এ সময় ওসি সাইফুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম স্যারের নির্দেশে ১ লক্ষ পিচ মাস্ক বিতরণের ধারাবাহিকতায় এই মাস্ক বিতরণ করা হলো। মাস্কবিহীন মানুষ দেখলেই আমরা তাদের মুখে মাস্ক পরিয়ে দিচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করছি। এসআই রকিসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা মাস্ক বিতরণ কাজে ওসি সাইফুল ইসলামকে সহযোগিতা করেন।

হাটে গরু বিক্রি করতে আসা এক ব্যক্তি জানান, আমার পকেটে মাস্ক ছিলো, কিন্তু পরিধান করতে যেয়ে দেখি পকেটে মাস্ক নাই। গরু রেখে কিনতে ও যেতে পারছিনা। ওসি সাহেব আমার মুখে মাস্ক পরিয়ে দিলেন। এতে কিছুটা হলেও করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি থেকে রক্ষা পেলাম।

বরিশালের কৃতি সন্তান সাইফুল ইসলাম জীবননগর থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকেই মানবিক গুণের জন্য এই উপজেলার সর্বস্তরের মানুষের অন্তরে ঠাঁই করে নিয়েছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host