জনবল সংকটে ঝালকাঠির প্রাথমিক শিক্ষা বিভাগ

প্রকাশের তারিখ: জানুয়ারি ২৬, ২০২৩ | ৮:১০ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠি প্রাথমিক শিক্ষা বিভাগে জনবল সংকট চরমে। ৬৫ জনের কার্য সম্পাদন হচ্ছে ৩৬ জন দিয়ে। ২৯টি পদ শূন্য থাকায় কার্য সম্পাদনে বেগ পেতে হচ্ছে কর্মরতদের।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠি জেলায় প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিও) এবং চার উপজেলায় শিক্ষা অফিসার (ইউইও) পদে কর্মরত আছেন পাঁচজন। কিন্তু সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (এডিপিও) পদে দুটি পদ থাকলেও কর্মরত আছেন একজন। উচ্চমান সহকারী পদে একটি অনুমোদিত পদ থাকলেও সেটি শূন্য রয়েছে। ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গাড়িচালক, নৈশপ্রহরী পদগুলো শূন্য হয়ে আছে দীর্ঘদিন ধরে।

জেলার চারটি উপজেলায় ২৬ জন সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পদ থাকলেও কর্মরত আছেন ১৫ জন। ১১ জনের শূন্য পদ দিয়ে চলছে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর তদারকি ও দাপ্তরিক কাজ। এছাড়া উচ্চমান সহকারী কাম হিসাব সহকারীর চারটি পদ থাকলেও তার দুটি পদই শূন্য। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে ১০ জনের পদ থাকলেও কর্মরত আছেন তিনজন। হিসাব সহকারীর চারটি পদের বিপরীতে কর্মরত একজন। অফিস সহায়ক (এমএলএসএস) পদে চারজনের স্থলে তিনজন থাকলেও একটি পদ শূন্য রয়েছে।

এ বিষয়ে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে ছালমা লাইজু বলেন, ঝালকাঠি জেলায় প্রাথমিক শিক্ষা বিভাগে জনবলে অনেক ঘাটতি রয়েছে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। জাতীয়ভাবে যদি জনবল নিয়োগ দেয় তাহলে আমরা কয়েকজন জনশক্তি পাবো। এছাড়া জনবল নিয়োগের আর কোনো সুযোগ নেই।’’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host