রাজাপুরের গালুয়ায় বৃদ্ধ স্বামী স্ত্রীকে কুপিয়েছে সন্ত্রাসীরা 

প্রকাশের তারিখ: জানুয়ারি ২৭, ২০২৩ | ১১:২২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন গালুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেলায়েত হোসেন (৫০)ও তার স্ত্রী ডলি বেগম (৪০) কে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বেলা ১১ টায় দক্ষিণ কালুদাস কাঠি গ্রামের হাওলাদার বাড়ি মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা জসিম হাওলাদার তার ছাগল দিয়ে বেলায়েত হোসেনের জমির ধান খাওয়ায় ও কয়েকদিন পূর্বে বেগুন গাছ খাওয়ায় এবং ক্ষেত নষ্ট করে। এর প্রতিবাদ করলে উভয়ের মাঝে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এ নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ চলমান ছিল। ঘটনার দিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জসিম হাওলাদার, শামীম হাওলাদার ও তার ছেলে সহ অজ্ঞাত  ২/৩ জন সন্ত্রাসীরা ডলি বেগম এর উপরে হামলা চালায়। এ সময় তার চিৎকার শুনে স্বামী বেলায়েত হোসেন ছুটে আসলে তাকেও কুপিয়ে পিটিয়ে জখম করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করা হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতদের স্বজনরা আরো জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host