কলাপাড়ায় ইউপি সদস্য’র বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

প্রকাশের তারিখ: জুলাই ৯, ২০২০ | ৮:০২ অপরাহ্ণ

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আশাদুজ্জামান জুয়েল এর নামে করোনা কালীন সরকারের চাল আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে উল্লেখ করেন করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ দুস্তদের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাল বরাদ্ধ থাকলেও তিনি বিতরণ না করে ১৩৫ কেজি পরিমান চাল নিজে আত্মসাৎ করেন। আত্মসাৎকৃত চাল স্থানীয় কৃষক মো. খলিলুর রহমান তালুকদাারের পুত্র মোঃ দেলোয়ার হোসেন তালুকদার এর বাড়িতে গোপন করিয়া রাখে। পরে ঐ আত্মসাৎকৃত চাল স্থানীয় মটরসাইকেল চালক জহিরুল ইসলামের মাধ্যমে তার গন্তাব্য স্থানে নিয়ে নেয়। এবিষয় জানাজানি হলে মহিপুর থানা পুলিশ এস,আই বেল্লাল হোসেন দেলোয়ার হোসেন এর বাড়িথেকে সাড়ে চার বস্তা চাল উদ্ধার করে সাবেক ইউপি সদস্য ফোরকান খান স্থানীয় চৌকিদার রাসেল তাদের কাছে ০৮.০৭.২০২০ বুধবার রাতে জিম্মা রাখেন। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। এ বিষয়ে মহিপুর থানা এস.আই বেল্লাল হোসেন এর সাথে যোগাযোগ করা হওে তিনি বলেন আমি ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে ঘটনা স্থলে গিয়ে চাল উদ্ধার করে সাবেক ইউপি সদস্য মো.ফোরকান খান এর জিম্মায় রেখেছি। এবিষয়ে অভিযুক্ত আসাদুজ্জামান জুয়েল এর মুঠোফোনে যোগাযোক করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। তার অভিমত নেয়া সম্ভব হয়নি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host