পিরোজপুরে ৩ ক্লিনিককে ৫৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ: জুলাই ৯, ২০২০ | ৮:২৭ অপরাহ্ণ

মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র‌্যাব।এ সময় ৩টি ক্লিনিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী জানান, মঠবাড়িয়ার ধানীসাফা ইউনিয়নের আঃ রাজ্জাক ক্লিনিকে ভুয়া চিকিৎসক দিয়ে অপারেশন করায় এবং অপারেশন থিয়েটারের পরিবেশ ও নার্সদের স্বচ্ছতা না থাকায় ১০ হাজার টাকার জরিমানা এবং ওই ক্লিনেকের ভুয়া চিকিৎসক আমির হোসেন ভুইঁয়াকে ( সুজন) ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। ওই ভুয়া চিকিৎসক মঠবাড়িয়া পৌর শহরের মহিমা ক্লিনিক ও সৌদি প্রবাসী হাসপাতালেও ভুয়া পরিচয় দিয়ে অপারেশন করতেন।

তিনি আরও জানান, মহিমা ক্লিনিকের মালিক নিজেও ওই ভুয়া চিকিৎসকের সাথে রোগীদের অপারেশন কাজে জড়িত থাকায় মোস্তফা কামাল নামে ওই মালিককে ৩ মাসের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সুজন নামের ওই একই ভুয়া চিকিৎসক পৌর শহরের সৌদি প্রবাসী হাসপাতালেও ভুয়া পরিচয়ে অপারেশন করায় হাসাপাতালটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host