বরিশাল মেট্রো ডিবির এসআই মহিউদ্দিনের করোনা পজিটিভ

প্রকাশের তারিখ: জুলাই ৯, ২০২০ | ১১:২৭ অপরাহ্ণ

বরিশাল বাণী: বরিশাল মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ পিপিএম প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে এই চৌকশ পুলিশ কর্মকর্তার শরীরে ভাইরাসের অস্তিত্ব মিলেছে। বিষয়টি বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহিউদ্দিন আহমেদ নিজেই মুঠোফোনে নিশ্চিত করেন।

বরিশাল মেট্রোপলিন পুলিশের মাঠপর্যায়ের অফিসার মহিউদ্দিন আহমেদ জানান, বেশ কিছুদিন ধরে তিনি জ্বর ও কাশিতে ভুগছিলেন। করোনা উপসর্গ দেখা দেওয়ায় তিনি বাসায় থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসকদের পরামর্শে ওষুধ সেবন করে।  তিন দিন পূর্বে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। সেই রিপোর্ট বৃহস্পতিবার রাতে প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে তাঁর শরীরে প্রাণঘাতী করোনা উপস্থিতি পাওয়া যায়।

এদিকে তার স্ত্রী কয়েকদিন যাবত হালকা জ্বর ও গলা ব্যাথায় ভুগছেন।  বাসায় দুটি শিশু সন্তান রযেছে। মানসিক ভাবে অনেক ভীত হয়ে পড়েছেন মহিউদ্দিন আহমেদ। তিনি তার ও পরিবারের জন্য সকলের দোয়া কামনা করেছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host