`বরিশাল বাণী`তে সংবাদ প্রকাশের পর কাজিরহাটের সেই রাস্তা মোরামত

প্রকাশের তারিখ: জুলাই ১০, ২০২০ | ১:০৩ পূর্বাহ্ণ

কাজীরহাট, প্রতিনিধি

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের রাস্তার বেহাল দশা `বরিশাল বাণী`তে সংবাদ প্রকাশের পর স্থাণীয় ইউপি সদস্য কামরুল ইসলাম ইদ্রিস লোকজন নিয়ে ভাঙ্গা ও দেবে যাওয়া রাস্তা মোরামত করেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। উল্লেখ্য প্রায় ১০ বছরে ও উন্নয়নের ছোয়া নেই শুধু মডেল ইউনিয়ন নামেই পরিচিত। এমন একটি রাস্তার দৃশ্য দেখে মনে হয় স্থাণীয় জনপ্রতিনিধি শূন্য এমনটাই মন্ত্যব করেন । কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্বরতনপুর গ্রামের রাস্তা নিয়ে এলাকাবাসী। সরজমিনে গেলে দেখা গেছে রাস্তাটি চৌমুহুনী থেকে ব্যাংকেরহাট আসা যাওয়ার রাস্তা। চৌমুহুনী একাধিক ব্যবসায়ীরা জানায়, প্রায় ৬ মাস ধরে রাস্তার ইট ভেঙ্গে গেছে এবং দেবে গিয়ে রাস্তার বেহাল দশায় পরিনত। গুরুত্বপূর্ন এই রাস্তা দিয়ে ব্যাংকেরহাট বাজার ও প্রাইমারী বিদ্যালয় সহ কৃষি ব্যাংকে এবং ৩-৪ টি গ্রামের লোকজনদের আসা যাওয়ার মাধ্যম। অপর দিকে কাজীরহাট বন্দর সহ বিভিন্ন স্থানে যেতে হলে চৌমুহুনী অতিক্রম করে যেতে হয়। স্থাণীয়রা জানায়, প্রায় ১০ বছর পূর্বে কাঁচা রাস্তা ছিল পরবর্তিতে ইট বসানো হয় সে থেকেই আর কোন উন্নয়নের ছোয়া নেই। এই রাস্তা দিয়ে দৈনিক শত শত লোকজনদের যাতায়ত মাধ্যম হলেও বিশেষ করে মটর বাইক, ইজি বাইক. ভ্যান আসা যাওয়া কষ্ট সাধ্য তবু জনপ্রতিনিধির কোন উন্নয়নের নামে মিলছেনা সাড়া। লোকজনেরা জানায়, এই রাস্তাট পিচ ঢালাই করনের নামে উন্নয়ন হওয়ার কথা থাকলেও স্থাণীয় জনপ্রতিনিধি মোড়লদের ম্যানেজ করে উন্নয়নের পিচ ঢালাইয়ের রাস্তাটি মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নিয়ে গেছে। স্থাণীয়দের দাবী অতিদ্রুত রাস্তাটি মোরামত না করা হলে রাস্তাটি দেবে যাবে এবং রাস্তা সংলগ্ন খালে ভেঙ্গে পড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। উর্দ্ভতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host