মাদ্রাসা ছাত্রীকে সেলাই মেশিন দিলো নৌবাহিনী

প্রকাশের তারিখ: জুলাই ১০, ২০২০ | ১১:৩৯ পূর্বাহ্ণ

ভোলার লালমোহনে অসহায় মাদ্রাসা ছাত্রী তানিয়াকে স্বাবলম্বী করতে একটি সেলাই মেশিন প্রদান করেছেন বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার দুপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সিকদারহাট এলাকায় ওই ছাত্রীর বাড়িতে গিয়ে সেলাই মেশিনটি তুলে দেন ভোলা কন্টিনজেন্টের লেফটেন্যান্ট মো. আসিফ ইমরানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।
এব্যাপারে লেফটেন্যান্ট মো. আসিফ ইমরান বলেন, খবর পেয়েছি এই ছাত্রীর পরিবারটি খুব অসহায়। তার বাবা নেই। মা একজন দৃষ্টি প্রতিবন্ধী। এ জন্য ওই ছাত্রীকে সেলাই মেশিনটি দেয়া হয়েছে। আশা করছি, এতে কাজ করে কিছু টাকা আয় করতে পারবে সে। এই সেলাই মেশিনটি পাওয়ার ফলে এই মাদ্রাসা ছাত্রীর পরিবারটি কিছুটা হলেও স্বচ্ছল হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host