রেডিও মেঘনায় – আত্নব‍্যবস্থাপনা বিষয়ক টকশো অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ৭, ২০২৩ | ৬:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ব‍্যক্তিগত অগ্রগতিও পেশাগত উৎকর্ষ বৃদ্ধি এবং যোগাযোগে দক্ষা ও আত্নব‍্যবস্থাপনা নিয়ে বিশেষ আলাপচারিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৩ টায় গ‍্যাপ- ইন প্রেস প্রোগ্রামের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন প্রোগ্রামস বি এন এন আর সি এর সহযোগীতায় চরফ‍্যাশন উপজেলার কোস্ট ফাউন্ডেশনের কমিউনিটি রেডিও মেঘনার আয়োজনে এই আলাপচারিতা অনুষ্ঠিত হয়।
রেডিও মেঘনার প্রোগ্রাম প্রযোজক সুরভী এর সঞ্চালনায় অতিথি হিসেবে স্টোডিওতে সরাসরি উপস্থিত ছিলেন উত্তর চরমানিকা লতিফিয়া মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক ও দৈনিক আমাদের বার্তা ও শিক্ষাডটকমের চরফ্যাশন প্রতিনিধি সাংবাদিক এম লোকমান হোসেন।

অনুষ্ঠানের আলোচনায় ব‍্যক্তিগত অগ্রগতি পেশাগত উৎকর্ষ বৃদ্ধি এবং যোগাযোগের দক্ষাসহ আত্মব‍্যবস্থাপনা নিয়ে নানান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। লাইভে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আমন্ত্রিত অতিথি।
পুরো অনুষ্ঠানে আনুষঙ্গিক টেকনিক্যাল সহযোগিতায় ছিলেন রেডিও মেঘনার সহকারী স্টেশন ম‍্যানেজার (প্রোগ্রাম ) সহ রেডিও মেঘনার কর্মিরা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host