বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূকে মারধর

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১০, ২০২৩ | ১১:৪৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে জয়ন্তী (৪৫) নামের এক গৃহবধূকে মারধর করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুর সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূ ওই থানার ওলানকাঠী গ্রামের বাসিন্দা সুবাস হালদারের স্ত্রী। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে আহতের স্বজনরা জানান,  একই এলাকার বাসিন্দা সুশীল হালদার গংদের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে উবের মাঝে দ্বন্দ্ব বিরজমান।
ঘটনার দিন সুশীল হালদারের মেয়ে শিপু অনুমতি না নিয়ে জয়ন্তী’র ফুল বাগানে ঢুকে ফুল ছিড়ে এবং গাছপালা নষ্ট করে। এসময় জয়ন্তী প্রতিবাদ করলে শিপু ও তার ভাই গোপাল হালদার ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
কথা কাটাকাটির এক পর্যায়ে শিপু, গোপাল হালদার ও তার মা ঝর্ণা রানী সহ অজ্ঞাত ২/৩ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে। বর্তমানে তিনি এ হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
এ বিষয়ে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host