বরিশালে নিপাহ ভাইরাসে পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১২, ২০২৩ | ২:২৩ অপরাহ্ণ

মামুন-অর-রশিদ: বরিশালে এই প্রথম নিপাহ ভাইরাসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ (রবিবার) দুপুর ১২ টা ২০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত পলাশ (২২) পিরোজপুর জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত। তার গ্রামের বাড়ি মাগুরায়।

পলাশের ভগ্নিপতি নৌ বাহিনীর সদস্য মো: ফিরোজ আলম জানান, গত দুইদিন যাবত পলাশের জ্বর ছিল। এরপর গতকাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তার নিপাহ ভাইরাসের পরীক্ষার জন্য স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। আজ রবিবার রাতে রিপোর্ট দেওয়ার কথা। কিন্তু এর আগেই আজ দুপুর ১২ টা ২০ মিনিটে সে মারা যায়। আমরা তার মরদেহ পিরোজপুর পুলিশ লাইনে নিয়ে এসেছি। এখানে জানাযা শেষে তার বাড়ি মাগুড়ায় দাফনের জন্য নিয়ে যাওয়া হবে।

বিস্তারিত আসছে…….

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host