উজিরপুরে প্রতিবেশির চলাচলের পথে টয়লেট নির্মাণ করে ৩টি পরিবার অবরুদ্ধ

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১৭, ২০২৩ | ৫:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক।। প্রতিবেশির চলাচলের পথে টয়লেট নির্মাণ ও বেড়া দিয়ে আটকে রাখায় চরম ভোগান্তিতে পরেছে তিনটি পরিবার। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার মধ্য শোলক গ্রামের।

শুক্রবার দুপুরে ওই গ্রামের আজিজ খলিফার ছেলে জসিম খলিফা অভিযোগ করে বলেন, গত ১৩ বছর পূর্বে দুই শতাংশ জমি প্রদানের বিনিময়ে প্রতিবেশি ইউসুফ আকনের বসতঘরের পার্শ্ব দিয়ে আমরা তিনটি পরিবার যাতায়ত করে আসছি। অতি সম্প্রতি আমাদের যাতায়তের পথে টয়লেট নির্মাণ ও বেড়া দিয়ে চলাচলের পথ অবরুদ্ধ করে রেখেছে প্রতিবেশি ইউসুফ। এ নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার সালিশ বৈঠক করেও কোন সুরাহা না পেয়ে বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ করতে বাধ্য হয়েছি। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার এসআই মাজেদুল হক বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্র্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host