কুয়াকাটায় ভীড় জমিয়েছে রেকর্ড সংখ্যক পর্যটক

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১৭, ২০২৩ | ৬:৪৩ অপরাহ্ণ

কুয়াকাটা প্রতিনিধি :::: সরকারী তিন দিনের ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে রেকর্ড সংখ্যক পর্যটক। বৃহস্পতিবার বিকাল থেকেই এসকল পর্যটকদের আগমন ঘটে।

আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে উল্লাসে মেতেছেন। অনেকে সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন। অনেকে আবার বেঞ্চিতে বসে উপভোগ করছেন সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউ। লক্ষাধিক পর্যটকের আগমনে বিক্রি বেড়েছে বিপনীবিতান থেকে শুরু করে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো। বুকিং রয়েছে কুয়াকাটার সকল হোটেল মোটেল। এদিকে পর্যটকের এমন ভীড়ে মুখর হয়ে উঠেছে লেম্বুর বন, শুটকি পল্লী ও গঙ্গামতি সহ সকল পর্যট স্পট। আগতদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে তৎপর রয়েছে প্রশাসন।

ঝিনুক ব্যবসায়ী ছগির জানান, এই দুই সপ্তাহে আগের চেয়ে অনেক পর্যটক বেড়েছে,তার সাথে আমাদের দোকানে বিক্রিও বেড়েছে।

বেঞ্চী ব্যবসায়ী ইব্রাহিম জানান,আমরা আজকে পর্যটকদের বেঞ্চে বসার যায়গা দিতে পারছিনা।

হোটেল-মোটেল অউনার এসোসিয়েশনর সাধারন সম্পাদক মোতালেব শরীফ জানান, এখন নাতিশীতোষ্ণ থাকায় ব্যপক পর্যটকের আগমন ঘটেছে,আমাদের হোটেল গুলোর বেশীরভাগ রুমই বুকিং রয়েছে।

ট্যুরিষ্ট পুলিশের ওসি হাসনাইন পারভেজ বলেন, আমরা সবসময়ই পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত। আজকে আগের বেশী পর্যটক এসেছে।

পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, গত একমাস যাবৎ মহাসড়কে বাস,গাড়ি নিয়ে পর্যটকদের অনেক ঝামেলা পেয়াতে হয়েছে,তাই আমরা নতুন করে মাঠ পরিস্কার করে গাড়ি রাখার ব্যবস্তা করেছি এবং বাসষ্টানের কাজ তড়িৎ গতিতে চালাচ্ছি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host