মঠবাড়িয়ায় এক ব্যাক্তির মিথ্যা মামলা থেকে রেহাই পেতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১৯, ২০২৩ | ৭:৫০ অপরাহ্ণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আবুল হোসেন নামে এক ব্যাক্তির দায়ের করা মিথ্যা ও হয়রানী মূলক মামলা থেকে রেহাই পেতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসি। ১৯ ফেব্রæয়ারী রবিবার সকালে উপজেলার মিরুখালী-ভগিরথপুর সড়কের ছোট শৌলা গ্রামের প্রধান সড়কে আয়োজিত এ মাবনবন্ধনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য  মোঃ নান্না গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক হাফেজ মোঃ নাজমুল হুদা গাজী, মোঃ বাবুল গাজী, ইমরান হোসেন, জাহানারা বেগম, মাসুরা বেগম, জাকারিয়া গাজী, সিদ্দিকুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন. মিরুখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ছোট শৌলা গ্রামের মৃত মকবুল হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী, নারী নির্যাতনকারি ও সন্ত্রাসী আবুল হোসেন দীর্ঘ বছর ধরে এলাকায় নানা ধরনের অপকর্ম করে বেড়ায় আমার ওই সকল অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে একের পর এক মিথ্যা মামলায় হয়রানী হয়ে আসছি। তার ভয়ে এলাকার মানুষ আতংকে থাকে। স্কুলগামী মেয়েরা ভীতু সম্প্রস্ত থাকে। যে প্রতিবাদ করে তাকেই মিথ্যা মমলায় জড়িয়ে দেয়। আবুল হোসেনের মিথ্যা ও হয়রানী মূলক মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের উর্দ্ধতণ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host