ভোলায় তরুণের এনআইডিতে নিজের ছবির বদলে নারীর ছবি!

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১৯, ২০২৩ | ৮:১৮ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধি ::: মো. ইকবাল। বয়সে তরুণ। তবে তার জাতীয় পরিচয়পত্রে নিজের ছবির বদলে এসেছে এক নারীর ছবি। এতে বিড়ম্বনায় পড়েছেন ইকবাল। এমনকি জাতীয় পরিচয়পত্রের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এমন ভুলে হতবাকও তিনি।

ইকবাল ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের বাহাদুর চৌমুহনী এলাকার ভবানী বাড়ির মফিজের ছেলে। অভিযোগ করে ইকবাল বলেন, জরুরি প্রয়োজনে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্রের একটি কপি ডাউনলোড করি।
অনলাইন থেকে পরিচয় পত্রের কপিটি নামানোর পর দেখতে পারি সেখানে নাম ঠিক থাকলেও আমার ছবির বদলে এক নারীর ছবি রয়েছে। বিষয়টি দেখে আমি রীতিমতো হতবাক। কারণ এটি দিয়ে কাজ তো হচ্ছেই না, উল্টো এখন দুর্ভোগে পড়েছি।

জাতীয় পরিচয়পত্রের মতো এতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ভুল কিভাবে হয়? তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, দ্রুত যেন আমার এ সমস্যা সমাধান করা হয়।

এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমীর খসরু গাজীর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান, ভুলবশত এমন ঘটনা ঘটতে পারে। অফিসে এসে যোগাযোগ করলে বিষয়টি ঠিক করে দেওয়া হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host