মুলাদীতে ইজিবাইকের ধাক্কায় যুবক নিহত

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১৯, ২০২৩ | ৯:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের মুলাদী উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মো.জাহিদ হাওলাদার নামের ৩০ বছরের এক যুবক নিহত হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম নোমোরহাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ উপজেলার গাছুয়া ইউনিয়নের চর ডুমুরতলা গ্রামের মৃত সালাম হাওলাদারের ছেলে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, আজ ১১টার দিকে জাহিদ মোটরসাইকেল চালিয়ে গাছুয়া থেকে নোমোরহাটের দিকে যাচ্ছিলেন। পথে বাজারের কাছাকাছি পৌঁছালে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে জাহিদের মোটরসাইকেলের। এতে জাহিদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।

পরে জাহিদের মরদেহের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, দুর্ঘটনা ঘটিয়ে চালক পালিয়েছেন। ইজিবাইক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।

নিহত জাহিদের বোন নুরুন্নাহার ও ভাই জহিরুল ইসলাম জানান, জাহিদকে মালয়েশিয়া পাঠানোর জন্য টাকা জমা দেওয়া হয়েছে। আগামী মাসের মধ্যে তার যাওয়ার কথা ছিল। সকালে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল জাহিদ। নোমোরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সবকিছু শেষ হলে গেলো।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host