উজিরপুরে দিনে দুপুরে চুরির চেষ্টায় গণধোলাই দিয়ে চোরকে পুলিশে সোপর্দ

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ২২, ২০২৩ | ৭:১৬ অপরাহ্ণ

উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর পৌরসভায় দিনে দুপুরে চুরি করতে গিয়ে জনতার হাতে গণধোলাইর স্বীকার টিপু (৪৫) নামক এক যুবককে পুলিশে সোপর্দ। পুলিশ সুত্রে জানা যায়, টিপু বরিশাল শহরের কালীবাড়ী রোডের ধলু মিয়ার ছেলে। বর্তমানে রহমতপুরে বসবাস করে। ২২ ফেব্রুয়ারী বেলা ৩টায় পৌর সভার ৫নং ওয়ার্ডের বেলতলা জোড়া বিল্ডিং এর পাশে আ: হালিমে বিল্ডিং এর ভাড়াটিয়া ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মী শাহিন শেখ এর স্ত্রী ছোট ছোট সন্তানকে ঘুম পাড়িয়ে রেখে কাপড় শুকাতে ছাদে গেলে সেই সুযোগে ঘরে ঢুকে স্টীলের আলমিরা খুলে চুরির চেস্টা চালায়। এ সময় শাহিনের স্ত্রী পাখি খানম(২৫) দরজা খুলেই চোরকে দেখে ডাক চিৎকার শুরু করে। অমনি চোর তাকে ধাক্কা মেরে পালিয়ে যেতে শুরু করলে ইট নিক্ষেপ করলে চোর মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, চোরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host