উজিরপুরে প্রতারণার মাধ্যমে হিন্দু মেয়েকে বিয়ে, মাদক ব্যবসা ফাঁসের ভয়ে ১০ বছর জিম্মি, অবশেষে শ্রীঘরে

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ২৪, ২০২৩ | ৬:৫৫ অপরাহ্ণ

উজিরপুর প্রতিনিধি ঃমাদক ব্যবসা ফাঁসের ভয়ে স্ত্রীকে ১০ বছর ধরে জম্মি করে রাখে এক মাদক ব্যবসায়ী।পালিয়ে বাবার বাড়িতে এসে রক্ষা পাইনি হামলার শিকারে হয়ে হাসপাতালে ভর্তি। জনতার হাতে হামলাকারী আটক থানায় মামলা দায়ের। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর পাঁচটায় বরিশাল জেলার উজিরপুর পৌরসভার মাহার গ্রামের এ ঘটনা ঘটে।পৌরসভার মৃত মনীন্দ্রনাথ ঘরামির মেয়ে কবিতা ওরফে মরিয়ম খাতুন ইকরা (২৮) কে ২০১৩ সালে একটা এনজিওর মাধ্যমে পরিচয় এর মাধ্যমে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বয়রাবাড়ি গ্রামের মৃত মনসুর ডিলারের পুত্র আশরাফুল আলম বিয়ে করে ঢাকায় একটি বাসায় জিম্মি করে রাখে। তার ঠিক দশ বছর পর জিম্মি দশা থেকে পালিয়ে সে গ্রামের বাড়িতে চলে আসে, আশরাফুল টের পেয়ে মাইক্রোবাস যোগে দলবল নিয়ে কবিতার উপর হামলা চালিয়ে গুরুতর যখন করে।গুরুতর জখম অবস্থায় কবিতাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনা উজিরপুর মডেল থানা একটি নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটকৃত আশরাফুলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী কবিতা ওরফে মরিয়ম খাতুন ইকরা জানায়, ২০১৩ সালে একটা এনজিও তে ইন্টারভিউ দেওয়ার সুবাদে আশরাফুলের সাথে তার প্রেমে পরিচয় হয় সে থেকে ফুসলিয়ে তাকে বিয়ে করে ঢাকায় পালিয়ে গিয়ে একটি বাড়িতে আটকে রাখে এবং সেখান থেকে ১০ বছর পর অনেক কষ্টে পালিয়ে তার মায়ের বাড়িতে চলে আসে, তার অবৈধ মাদক ব্যবসা ফাঁস হয়ে যাবে সে আতঙ্কে আশরাফুল দলবল নিয়ে ঢাকা থেকে উজিরপুরে কবিতার মায়ের বাড়িতে এসে হানা দিয়ে হামলা চালিয়ে হামলা চালিয়ে তার মাথা ফাটিয়ে গুরুতর যখন করে। স্থানীয়দের সহায়তায় মাদক ব্যবসায়ী আশরাফুলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। উজিরপুর মডেল থানা সিনিয়র উপ পরিদর্শক খাইরুল আলম জানায়, আশরাফুল আলম একজন মাদক ব্যবসায়ী এবং তার সুন্দরী স্ত্রীকে সামনে রেখে মাদক ব্যবসা পরিচালনা করতেন। মডেল থানা অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান,এ ঘটনার একটি নিয়মিত মামলা হয়েছে, আশরাফুলকে কোটে চালান করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host