বেলায়েত বাবলুর প্রকাশিত ‘আমার আমি’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ২৬, ২০২৩ | ৭:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, স্থানীয় দৈনিক বরিশাল অঞ্চল পত্রিকার বার্তা প্রধান বেলায়েত বাবলুর প্রথম প্রবন্ধের বই ‘আমার আমি’।

এ উপলক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি শুক্রবার রাতে সাগরকন্যা কুয়াকাটার একটি আবাসিক হোটেলের হলরুমে বইটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

এতে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের বর্তমান সভাপতি কাজী নাসিরউদ্দিন বাবুল, সাবেক সভাপতি মেহেরুন্নেচ্ছা বেগম, বর্তমান সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জি, দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান ও এনটিভির স্টাফ রিপোর্টার আকতার ফারুক শাহীন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসিরউদ্দিন বিপ্লব, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য কমল সেন গুপ্ত, সুমন চৌধুরী, আজকের পত্রিকার বরিশাল অফিস প্রধান খান রফিক, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক এম. মোফাজ্জেল, সাবেক কোষাধ্যক্ষ জিয়া শাহীন, বর্তমান কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, বর্তমান ক্রীড়া সম্পাদক আরিফিন তুষার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কে.এম নয়ন, পাঠাগার সম্পাদক খান রুবেল, দপ্তর সম্পাদক এম. লোকমান হোসাইন, সাবেক সহ-সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য রাজ্জাক ভুইয়া, বাংলাভিশন টেলিভিশনের বরিশাল প্রতিনিধি শাহীন হাসান, বনিক বার্তার বরিশাল প্রতিনিধি এম. মিরাজ হোসাইন, বিডি নিউজ টুয়েন্টি ফোর.কমের বরিশাল প্রতিনিধি সাঈদ মেমন, দৈনিক আজকালের বার্তা সম্পাদক জে.খান স্বপন, জাগো নিউজের বরিশাল অফিস প্রধান সাইফ মাহযিব আমিন, ঢাকা পোস্টের বরিশাল প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, সাংবাদিক গোপাল সরকার, জিয়াউদ্দিন বাবু, জহিরুল হক ফারুক, জাকির হোসেন, জি টিভির নিকুঞ্জ বালা পলাশ, যুগান্তরের নাসির উদ্দিন, সাঈদ পান্থ, এম. নাসিম, কালের কন্ঠের এম. সুহাদ, এনটিভির গোবিন্দ সাহা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দেওয়ান মোহন, এম.সালাউদ্দিন, ফটো সাংবাদিক শাকিউজ্জামান মিলন, দেশ টিভির শাহীন সুমন, শাহ আলম, জুয়েল রানা, তালুকদার মাসুদ, ফারুক লিটু, ফটো সাংবাদিক নাসির, সাগর বৈদ্য, ডা. কবিউল করিম, জুয়েল মাহমুদ, ক্যামেরা পার্সন নারায়ন সাহা, মাসুদ রানা, ফটো সাংবাদিক আল আমিন সাগর, প্রয়াত লিটন বাশারের সহধর্মিনী আরজু বাশার, পুত্র শ্রেষ্ঠ, লেখক বেলায়েত বাবলুর সহধর্মিনী রোমানা বাবলু, পুত্র নাফি হাসান শব্দ ছাড়াও উল্লেখিত সাংবাদিকদের সহধর্মিনী ও তাদের সন্তানেরা উপস্থিত ছিলেন।

বইয়ের লেখক বেলায়েত বাবলু জানান, বর্তমানে মূলধারার সাংবাদিকতায় সরাসরি জড়িত না থাকলেও লেখালেখি চালিয়ে যাচ্ছেন বিরামহীনভাবে। তারই ধারাবাহিকতায় এবারের বইমেলায় তার একটি প্রবন্ধের বই প্রকাশ করা হয়েছে। মা হাসিনা বেগম রেবার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বইটি উৎসর্গ করা হয়েছে।

মফস্বলের সাংবাদিকতাসহ, বেশকয়েকটি রম্য রচনা ও সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপরে লেখা প্রবন্ধের এ বইটি প্রকাশ করেছে নবসাহিত্য প্রকাশনী। মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার নবসাহিত্য প্রকাশনীর ৩০-৩১ নম্বর স্টলে। এছাড়া অনলাইন পরিবেশক রকমারি.কম। এছাড়া সরাসরি লেখকের কাছ থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host