শুকনো পাতা : —-এম.টি সাবিহা ঊর্মি

প্রকাশের তারিখ: জুলাই ১১, ২০২০ | ১:০১ পূর্বাহ্ণ

শুকনো পাতা

–এম টি, সাবিহা ঊর্মি

ঝড়ে যাওয়া শুকনো পাতায়।
যে কথা লেখা রয়
সে কথা শোনার বলো
ক’জনার সময় হয়।
বাতাসের বুকে যে বাতাস বয়ে যায়
নিরব ছোঁয়ায়
কতটুকু ভালোবাসা খুজে পাওয়া যায়।
শুন্য নিথর পৃথিবীর তরে
বড় অসহায়।
স্বপ্নেরা ভেঙ্গে যাবে
আশার বুকে হাতাশার পেরেক ঠুকে
এক টুকরো সাদা মেঘ গায়ে জড়িয়ে
অপেক্ষার প্রহরের অবসান হবে।
যে কথায় সাজিয়ে ছিলাম
পৃথিবীর প্রতিটি দেয়াল
তা হয়তো কেউ ছুয়ে নেবে।
আর যে কথা
বোবা কলমে ঝরতে পারলোনা
তা হয়তো শুকনো পাতা হয়ে ঝড়ে যাবে।
হয়তো জানবেনা
সেই শুকনো পাতা ছায়া ঘিরে রবে।
কিছু ভালোবাসা এমনিতো হবে

না হয় ভালোবাসার কি মানে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host